সরাসরি বিষয়বস্তুতে যান

যিহোবার সাক্ষি প্রচারকদের মধ্যে কি নারীরাও রয়েছে?

যিহোবার সাক্ষি প্রচারকদের মধ্যে কি নারীরাও রয়েছে?

 হ্যাঁ, সমস্ত যিহোবার সাক্ষিই প্রচারক বা পরিচারক, যাদের মধ্যে প্রায় কয়েক লক্ষ নারী রয়েছে। বাইবেল যেমন ভবিষ্যদ্‌বাণী করেছিল, “মংগলের খবর ঘোষণাকারী স্ত্রীলোকেরা সংখ্যায় অনেক।”—গীতসংহিতা ৬৮:১১, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

 যিহোবার সাক্ষি নারীরা বাইবেলের সময়কার নারীদের উদাহরণ অনুসরণ করে থাকে। (হিতোপদেশ ৩১:১০-৩১) যদিও তারা মণ্ডলীতে নেতৃত্ব গ্রহণ করেন না, তবে তারা জনসাধারণের কাছে সুসমাচার প্রচারে পূর্ণরূপে অংশ নেয়। এ ছাড়া, তারা তাদের সন্তানদের বাইবেলের নীতি শেখায়। (হিতোপদেশ ১:৮) সাক্ষি নারীরা তাদের কথা ও কাজের মাধ্যমে ভালো প্রভাব ফেলার জন্য প্রাণপণ চেষ্টা করে থাকে।—তীত ২:৩-৫.