সরাসরি বিষয়বস্তুতে যান

যিহোবার সাক্ষিরা কি নির্দিষ্ট কিছু সিনেমা দেখতে, বই পড়তে অথবা গান শুনতে নিষেধ করে?

যিহোবার সাক্ষিরা কি নির্দিষ্ট কিছু সিনেমা দেখতে, বই পড়তে অথবা গান শুনতে নিষেধ করে?

 কখনোই না। সংগঠনের সদস্যদের কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত, তা নির্ধারণ করে দেওয়ার জন্য আমাদের সংগঠন কোন নির্দিষ্ট সিনেমা, বই অথবা গান নিয়ে পর্যালোচনা করে না। কেন?

  কোনটা ঠিক আর কোনটা ভুল, তা উপলব্ধি করার জন্য বাইবেল প্রত্যেক ব্যক্তিকে নিজের “জ্ঞানেন্দ্রিয় সকল” প্রশিক্ষিত করার জন্য উৎসাহিত করে।—ইব্রীয় ৫:১৪.

  শাস্ত্র কিছু মৌলিক নীতি সম্বন্ধে সুস্পষ্টরূপে ব্যাখ্যা করে, যা একজন খ্রিস্টান আমোদপ্রমোদ বাছাই করার সময় বিবেচনা করে দেখতে পারেন। a জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের লক্ষ্য হল, “প্রভুর [ঈশ্বরের] প্রীতিজনক কি, তাহার পরীক্ষা” করা।—ইফিষীয় ৫:১০.

  বাইবেল শিক্ষা দেয়, পরিবারের মস্তক বা কর্তাদের তাদের পরিবারের ওপর যথেষ্ট কর্তৃত্ব রয়েছে। আর তারা হয়তো নির্দিষ্ট কোনো আমোদপ্রমোদ করার ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের অনুমতি না-ও দিতে পারে। (১ করিন্থীয় ১১:৩; ইফিষীয় ৬:১-৪) তবে, এটা শুধু পরিবারের মধ্যেই সীমিত। মণ্ডলীর সদস্যদরা কোন সিনেমা দেখবে, কোন গান শুনবে, সেই বিষয়ে অথবা কোনো অভিনেতা-অভিনেত্রীর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করার অধিকার কারোর নেই।—গালাতীয় ৬:৫.

a উদাহরণ হিসেবে বলা যায়, প্রেতচর্চা, যৌন অনৈতিকতা অথবা দৌরাত্ম্য তুলে ধরে, এমন যেকোনো বিষয়কে বাইবেল নিন্দা করে।—দ্বিতীয় বিবরণ ১৮:১০-১৩; ইফিষীয় ৫:৩; কলসীয় ৩:৮.