সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

Ahmad Gharabli/AFP via Getty Images

জেগে থাকুন!

সরকারগুলো কি জলবায়ু বিপর্যয় এড়াতে পারে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

সরকারগুলো কি জলবায়ু বিপর্যয় এড়াতে পারে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 ২০২২ সালের নভেম্বর মাসের ২০ তারিখ রবিবারে COP27 ইউনাইটেড নেশন্‌স জলবায়ু পরিবর্তন সম্মেলন শেষ হয়। যদিও এক যুগান্তকারী চুক্তি করা হয় যে, বিপর্যয় প্রবণ দেশগুলোকে জলবায়ু বিপত্তির সঙ্গে মোকাবিলা করার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে, কিন্তু বহু দেশ মনে করে যে, এটা মূল সমস্যার সমাধান করবে না।

  •    ২০২২ সালের নভেম্বর মাসের ১৯ তারিখে ইউনাইটেড নেশন্‌স-এর সেক্রেটরি জেনেরাল বলেন, “আমি লস এন্ড ড্যামেজ ফান্ড গঠন করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু, এটাই যথেষ্ট হবে না ... আমাদের গ্রহ এখনও ইমারজেন্সি রুমে রয়েছে।”

  •    ২০২২ সালের নভেম্বর মাসের ২০ তারিখে আয়ারল্যান্ডের প্রাক্তন রাষ্ট্রপতি এবং ইউনাইটেড নেশন্‌স মানব অধিকারের প্রাক্তন হাই কমিশনার, মেরি রবিনসন বলেন, “এই পৃথিবী জলবায়ু বিপর্যয়ের কিনারায় দাড়িয়ে আছে।”

 যুবক-যুবতীরা এই গ্রহের ভবিষ্যৎ নিয়ে বিশেষভাবে চিন্তিত। তবে, এই সরকারগুলো কি জলবায়ু পরিবর্তন ঠেকাতে এবং তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করার ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে? এই সম্বন্ধে বাইবেল কী বলে?

সরকারগুলো কি একত্রিত হবে এবং সফল হবে?

 বাইবেল এই বিষয়ে প্রকাশ করে যে, জলবায়ুর বিপর্যয়ের সমাধানের ক্ষেত্রে সরকারগুলো কঠোর পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টা করা সত্ত্বেও এক্ষেত্রে সীমিত হয়ে পড়বে আর তা মূলত দুটো কারণে:

  •    “যাহা বক্র, তাহা সোজা করা যায় না।”—উপদেশক ১:১৫.

     অর্থ: সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারে না কারণ মানুষদের এমনভাবে সৃষ্টি করা হয়নি যে, তারা নিজেরাই নিজেদের উপর শাসন করতে পারে। (যিরমিয় ১০:২৩) এমনকী সরকারগুলো একসঙ্গে কাজ করলেও এবং তাদের সর্বোত্তমটা করার পরও তারা পৃথিবীর সমস্যাগুলো সমাধান করতে পারবে না।

  •    “কারণ লোকেরা নিজেদের ভালোবাসবে, টাকাপয়সাকে ভালোবাসবে, ... আপোশ করতে চাইবে না।”—২ তীমথিয় ৩:২, ৩.

     অর্থ: বাইবেল আগে থেকেই সঠিকভাবে বলেছিল যে, আমাদের দিনে অনেক লোক স্বার্থপর হবে এবং অন্যদের ভালোর জন্য একসঙ্গে কাজ করবে না।

আশার এক কারণ

 তবে, আমাদের পৃথিবীর ভবিষ্যৎ সরকারগুলোর প্রতিশ্রুতির উপর নির্ভর করে না। ঈশ্বর একজন যোগ্য শাসক যিশু খ্রিস্টকে নিযুক্ত করেছেন। তাঁর বিষয়ে বাইবেল বলে:

  •    “শাসন করবার ভার তাঁর কাঁধের উপর থাকবে, আর তাঁর নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর, চিরস্থায়ী পিতা, শান্তির রাজা।”—যিশাইয় ৯:৬, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

 ঈশ্বরের রাজ্য বা তাঁর স্বর্গীয় সরকারের রাজা হলেন যিশু। (মথি ৬:১০) আমাদের পৃথিবীর এবং সমস্ত প্রাণীর যত্ন নেওয়ার ক্ষমতা, প্রজ্ঞা ও আকাঙ্ক্ষা তাঁর রয়েছে। (গীতসংহিতা ৭২:১২, ১৬) তাঁর নেতৃত্বে এই স্বর্গীয় সরকার, যারা “পৃথিবীকে ধ্বংস” করছে, তাদের শেষ করবে এবং এই পৃথিবীর পরিবেশ পুনরায় ঠিক করা হবে।—প্রকাশিত বাক্য ১১:১৮; যিশাইয় ৩৫:১,.

 জলবায়ুর পরিবর্তনের ফলে যে ক্ষতি হয়েছে, তার চূড়ান্ত সমাধান সম্বন্ধে আরও জানার জন্য “জলবায়ুর পরিবর্তন এবং আমাদের ভবিষ্যৎ—এই সম্বন্ধে বাইবেল কী বলে” (ইংরেজি) প্রবন্ধটা পড়ুন।