সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেল কী বলে?

বাইবেল কী বলে?

ঈশ্বরের রাজ্য কী?

কেউ কেউ বিশ্বাস করে, এটা মানুষের হৃদয়ে ঈশ্বরের রাজত্বকে চিত্রিত করে; অন্যেরা মনে করে, এটা বিশ্বব্যাপী সেই শান্তি ও একতাকে নির্দেশ করে, যা মানুষ নিয়ে আসবে। আপনি কী মনে করেন?

বাইবেল যা বলে

‘স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না। তাহা ঐ সকল [মানব] রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিবে।’ (দানিয়েল ২:৪৪) ঈশ্বরের রাজ্য হল এক বাস্তব সরকার।

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

  • ঈশ্বরের রাজ্য স্বর্গ থেকে শাসন করে।—মথি ১০:৭; লূক ১০:৯.

  • ঈশ্বর এই রাজ্যের মাধ্যমে স্বর্গে ও পৃথিবীতে তাঁর ইচ্ছা সম্পাদন করবেন।—মথি ৬:১০.

ঈশ্বরের রাজ্য কখন আসবে?

আপনি কী বলবেন?

  • কেউ জানে না

  • শীঘ্রই

  • কখনো না

বাইবেল যা বলে

“সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।” (মথি ২৪:১৪) যখন সারা পৃথিবীতে সুসমাচার প্রচার শেষ হয়ে যাবে, তখন ঈশ্বরের রাজ্য এই বর্তমান দুষ্ট বিধিব্যবস্থার শেষ নিয়ে আসবে।

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

  • কোনো মানুষই জানে না, ঠিক কখন ঈশ্বরের রাজ্য আসবে।—মথি ২৪:৩৬.

  • বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলো দেখায় যে, ঈশ্বরের রাজ্য শীঘ্রই আসবে।—মথি ২৪:৩, ৭, ১২. (wp16-E No. 5)