সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ নং  ৩ ২০১৮ | ঈশ্বর কি আপনার জন্য চিন্তা করেন?

ঈশ্বর কি আপনার জন্য চিন্তা করেন?

যখন কোনো বিপর্যয় ঘটে কিংবা লোকেরা দুঃখকষ্ট ভোগ করে ও মারা যায়, তখন আমরা হয়তো মনে করি, ঈশ্বর কি তা লক্ষ করছেন অথবা এই বিষয়ে তাঁর কি কোনো চিন্তা রয়েছে। বাইবেল জানায়:

“কেননা ধার্ম্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে; তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে; কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল।”—১ পিতর ৩:১২.

প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা দেখায় যে, কীভাবে ঈশ্বর আমাদের সাহায্য করেন এবং সমস্ত দুঃখকষ্ট দূর করার জন্য তিনি কী করছেন।

 

“ঈশ্বর কোথায় ছিলেন?”

কোনো মর্মান্তিক ঘটনা ঘটলে আপনার মনে কি এই প্রশ্ন আসে, ঈশ্বর আপনার জন্য ব্যক্তিগতভাবে চিন্তা করেন কি না?

ঈশ্বর কি আপনাকে লক্ষ করেন?

কোন বিষয়টা প্রমাণ করে যে, ঈশ্বর আমাদের মঙ্গলের প্রতি খুবই আগ্রহী?

ঈশ্বর কি আপনাকে বোঝেন?

আমাদের ও আমাদের জীনগত গঠন সম্বন্ধে ঈশ্বরের অদ্বিতীয় জ্ঞান আমাদের এই আশ্বাস দেয়, তিনি আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বোঝেন।

ঈশ্বরের কি সহানুভূতি রয়েছে?

বাইবেল আমাদের আশ্বাস দেয়, ঈশ্বর আমাদের লক্ষ করেন, বোঝেন ও সহানুভূতি দেখান।

দুঃখকষ্ট​—⁠এটা কি ঈশ্বরের কাছ থেকে এক শাস্তি?

ঈশ্বর কি লোকেদের পাপের শাস্তি স্বরূপ অসুস্থতা কিংবা দুঃখজনক ঘটনার মতো বিষয়গুলোকে ব্যবহার করেন?

আমাদের দুঃখকষ্টের জন্য কে দায়ী?

বাইবেল মানুষের দুঃখকষ্টের তিনটে প্রধান কারণ প্রকাশ করে।

ঈশ্বর শীঘ্রই সমস্ত দুঃখকষ্ট দূর করবেন

কীভাবে আমরা জানতে পারি, ঈশ্বর শীঘ্রই দুঃখকষ্ট ও অবিচার দূর করার জন্য পদক্ষেপ নেবেন?

ঈশ্বর যেভাবে চিন্তা দেখান, তা থেকে আপনি উপকৃত হতে পারেন

এক অপূর্ব ভবিষ্যতের বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞার উপর বিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে শাস্ত্র আমাদের সাহায্য করে।

আপনার দুঃখকষ্ট দেখে ঈশ্বর কেমন বোধ করেন?

বাইবেলের এই পদগুলো আপনাকে বুঝতে সাহায্য করতে পারে, ঈশ্বর দুঃখকষ্ট সম্বন্ধে কেমন বোধ করেন।