সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রতিশ্রুতি হল একটা নোঙরের মতো, যা ঝড়ঝাপটার মধ্যেও আপনাদের বিবাহবন্ধনকে স্থির রাখে

দম্পতিদের জন্য

১: প্রতিশ্রুতি

১: প্রতিশ্রুতি

এটার অর্থ

যে-স্বামী ও স্ত্রী তাদের বিবাহবন্ধনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা বিয়েকে এক স্থায়ী বন্ধন হিসেবে দেখে আর এর ফলে তাদের মধ্যে নিরাপত্তার এক অনুভূতি গড়ে ওঠে। প্রত্যেক সাথি নিশ্চিত থাকে, এমনকী কঠিন সময়েও, অপর সাথি তাদের বন্ধনকে অটুট রাখবে।

কোনো কোনো দম্পতি সামাজিক অথবা পারিবারিক চাপের কারণে একসঙ্গে থাকতে বাধ্য হয়। কিন্তু, তারা যদি পরস্পরের প্রতি প্রেম ও সম্মানের উপর ভিত্তি করে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তা হলে সেটা হাজার গুণ ভালো।

বাইবেলের নীতি: ‘স্বামী স্ত্রীকে পরিত্যাগ না করুক।’—১ করিন্থীয় ৭:১১.

“আপনি যদি আপনার বিবাহবন্ধনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তা হলে আপনি দ্রুত বিরক্ত হবেন না। বরং আপনি দ্রুত ক্ষমা করবেন ও নিজের ভুলের জন্য দ্রুত দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইবেন। আপনি বৈবাহিক সমস্যাকে চুক্তিভঙ্গকারী শর্ত হিসেবে নয় বরং একটা বাধা হিসেবে দেখবেন।”—মাইকা।

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ

যে-সাথিরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়, তারা হয়তো সমস্যার মুখোমুখি হলেই এমন সিদ্ধান্তে আসতে পারে, ‘আমরা দু-জন দু-জনার হতে পারিনি’ আর তাই তারা বৈবাহিক সম্পর্ক শেষ করার উপায় খুঁজতে থাকে।

“অনেক লোক, সমস্যা সমাধানের ‘বিকল্প পরিকল্পনা’ অর্থাৎ বিবাহবিচ্ছেদের কথা মাথায় রেখেই বিয়ে করে। লোকেরা যখন বিবাহবিচ্ছেদের সম্ভাবনা মাথায় রেখেই বিয়ে করে, তখন তাদের প্রতিশ্রুতি শুরু থেকেই দুর্বল থাকে।”—জিন।

আপনি যা করতে পারেন

নিজেকে পরীক্ষা করুন

কোনো মতভেদ দেখা দিলে . . .

  • আপনি কি আপনার সাথিকে বিয়ে করার কারণে অনুশোচনা করেন?

  • আপনি কি অন্য কারো সঙ্গে থাকার দিবাস্বপ্ন দেখেন?

  • আপনি কি এমন কথা বলেন, “আমি তোমার সঙ্গে থাকব না” অথবা “আমি এমন কাউকে খুঁজে নেব, যে আমাকে বুঝতে পারবে”?

যদি এক বা একাধিক প্রশ্নের ক্ষেত্রে আপনার উত্তর হ্যাঁ হয়, তা হলে এখনই আপনার প্রতিশ্রুতিকে দৃঢ় করার সময়।

আপনার সাথির সঙ্গে আলোচনা করুন

  • আমাদের বিয়ের প্রতিশ্রুতি কি দুর্বল হয়ে গিয়েছে? যদি হয়ে থাকে, তা হলে কেন?

  • আমাদের প্রতিশ্রুতিকে দৃঢ় করার জন্য এখন আমরা কোন কোন পদক্ষেপ নিতে পারি?

পরামর্শ

  • কখনো কখনো, ছোট্ট কোনো কথা লিখে আপনার সাথির প্রতি ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করুন

  • কর্মস্থলে টেবিলের উপর আপনার সাথির ছবি রেখে আপনার প্রতিশ্রুতির প্রতি দৃঢ়তা দেখান

  • কর্মস্থলে অথবা দূরে কোথাও থাকার সময়, প্রতিদিন ফোন করুন

বাইবেলের নীতি: “ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক।”—মথি ১৯:৬.