সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 প্রচ্ছদ বিষয়

তিনটে জিনিস, যা টাকাপয়সা দিয়ে কেনা যায় না

তিনটে জিনিস, যা টাকাপয়সা দিয়ে কেনা যায় না

এটা সত্যিই খুব অদ্ভুত: এমনকী যখন লোকেদের চাকরি, ঘরবাড়ি কিংবা তাদের পেনশন হারানোর ভয় থাকে, তখনও তারা টাকাপয়সা দিয়ে যা কেনা সম্ভব এমন সমস্তকিছু কেনার চিন্তাতেই মগ্ন হয়ে থাকে।

এই ধরনের লোকেরা বিজ্ঞাপনদাতাদের সহজ লক্ষ্য, যারা বাজারে এই লোভ দেখিয়ে প্রচার অভিযান চালায় যে, আমাদের অবশ্যই আরও বড়ো বাড়ি, আরও ভালো গাড়ি আর নামিদামি ব্র্যান্ডের পোশাক-আশাক থাকতে হবে। টাকাপয়সা নেই? কোনো সমস্যা নেই—ধারে নিয়ে যান। অনেকের উদ্দেশ্য হল, দেনায় ডুবে থাকলেও অন্যদের সামনে নিজেকে অবস্থাপন্ন হিসেবে তুলে ধরা।

এটা ঠিক যে, আজ হোক বা কাল হোক এই মোহ ভেঙে যায়। নারসিসিশম্‌ এপিডেমিক নামক বইটি বলে, “নিজেকে একজন বিজয়ী মনে করার জন্য চোখ ধাঁধানো জিনিসপত্র কেনা অনেকটা নিজের মেজাজকে ভালো করার জন্য কোকেন সেবন করার মতো। প্রথম প্রথম দুটোকেই সস্তা বলে মনে হয় আর এগুলো সত্যিই ভালো কাজ করে—কিন্তু শুধুমাত্র অল্পকিছু সময়ের জন্য। দীর্ঘসময় ধরে চললে, দুটোই আপনাকে নিঃস্ব করে ফেলে ও বিষণ্ণ করে তোলে।”

“জীবিকার দর্প [“ঐশ্বর্যের দম্ভ,” জুবিলী বাইবেল]” করা যে কত বড়ো মূর্খতা, তা বাইবেল প্রকাশ করে দেয়। (১ যোহন ২:১৬) বাস্তব বিষয়টা হল, ধনসম্পত্তি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদেরকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো থেকে দূরে সরিয়ে নিয়ে যায়—যেগুলো টাকাপয়সা দিয়ে কেনা যায় না। তিনটে উদাহরণ বিবেচনা করুন।

 ১. পারিবারিক একতা

ব্রায়নি * নামে যুক্তরাষ্ট্রের এক কিশোরী মনে করে যে, তার বাবা চাকরি ও তা থেকে পাওয়া টাকাপয়সাকে অতিরিক্ত গুরুত্ব দেন। মেয়েটি বলে, ‘আমাদের কাছে প্রয়োজনের চেয়েও বেশি জিনিসপত্র রয়েছে, কিন্তু আমার বাবা কখনোই বাড়িতে থাকেন না, কারণ তাকে সবসময় এখানে-ওখানে যেতে হয়। আমি জানি, তার চাকরির জন্যই তাকে তা করতে হয়, কিন্তু আমার মনে হয়, পরিবারের প্রতিও তার একটা দায়িত্ব রয়েছে!’

চিন্তা করার মতো বিষয়: পরবর্তী সময়ে তার বাবা হয়তো কোন ধরনের আক্ষেপ করতে পারেন? বস্তুগত বিষয়গুলোর প্রতি অতিরিক্তি মনোযোগ দেওয়ার মাধ্যমে মেয়ের সঙ্গে তার সম্পর্কের ওপর তিনি কেমন প্রভাব ফেলছেন? তার পরিবার তার কাছ থেকে টাকাপয়সা ছাড়া আরও কী চায়?

বিবেচনা করার জন্য বাইবেলের নীতি:

  • “সব রকম মন্দের গোড়াতে রয়েছে টাকা-পয়সার প্রতি ভালবাসা। অনেকে টাকা-পয়সার লোভে . . . নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে।”—১ তীমথিয় ৬:১০, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

  • “ঘৃণার সংসারে প্রচুর খাদ্য খাওয়ার থেকে ভালোবাসার সংসারে অল্প খেয়ে থাকা ভালো।”—হিতোপদেশ ১৫:১৭, ইজি-টু-রিড ভারশন।

উপসংহার: পারিবারিক একতা টাকাপয়সা দিয়ে কেনা যায় না। এটা একমাত্র আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর এবং তাদের প্রতি যথেষ্ট ভালোবাসা দেখানোর ও মনোযোগ দেওয়ার মাধ্যমেই লাভ করা যায়।—কলসীয় ৩:১৮-২১.

 ২. প্রকৃত নিরাপত্তা

সারা নামে ১৭ বছর বয়সি একজন কিশোরী বলে: ‘আমার মা সবসময় আমাকে বলেন, আমার এমন একজন ছেলেকে বিয়ে করা উচিত, যার অনেক টাকাপয়সা রয়েছে আর সেইসঙ্গে আমারও কোনো না কোনো কাজ শেখা উচিত, যাতে আমার স্বামীর টাকাপয়সা না থাকলেও আমার অন্তত একটা ভালো চাকরি থাকে। তিনি সবসময় একটা বিষয়েই চিন্তা করেন আর সেটা হল, কীভাবে আরও টাকাপয়সা আসবে।’

চিন্তা করার মতো বিষয়: ভবিষ্যতের বিষয়ে চিন্তা করার সময় কোন ধরনের স্বাভাবিক চিন্তাভাবনা আপনার মাথায় আসে? কখন এই স্বাভাবিক চিন্তাভাবনা সীমা অতিক্রম করে দুশ্চিন্তায় পরিণত হয়? কীভাবে সারার মা তাকে আর্থিক নিরাপত্তার বিষয়ে আরও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করতে পারতেন?

বিবেচনা করার জন্য বাইবেলের নীতি:

  • “তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না; এখানে ত কীটে ও মচ্র্চ্যায় ক্ষয় করে, এবং এখানে চোরে সিঁধ কাটিয়া চুরি করে।”—মথি ৬:১৯.

  • “তোমরা ত কল্যকার তত্ত্ব জান না।”—যাকোব ৪:১৪.

উপসংহার: টাকাপয়সা সঞ্চয় করা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে না। আর টাকাপয়সা চুরি হয়ে যেতে পারে এবং এটা অসুস্থতা দূর করতে কিংবা মৃত্যুকে রোধ করতে পারে না। (উপদেশক ৭:১২) বাইবেল শিক্ষা দেয় যে, প্রকৃত নিরাপত্তা ঈশ্বর এবং তাঁর উদ্দেশ্য সম্বন্ধে জানার মাধ্যমে পাওয়া যায়।—যোহন ১৭:৩.

 ৩. ব্যক্তিগত পরিতৃপ্তি

২৪ বছর বয়সি তানিয়া বলেন: ‘আমার বাবা-মা আমাকে এমনভাবে বড়ো করে তুলেছিলেন, যাতে আমি সাধারণভাবে জীবনযাপন করতে পারি। আমি আর আমার দিদি আনন্দে বড়ো হয়ে উঠেছি, যদিও বেশিরভাগ সময় আমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত বিষয়গুলো ছিল না।’

চিন্তা করার মতো বিষয়: কেন প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট থাকা হয়তো কঠিন বলে মনে হতে পারে? টাকাপয়সার প্রতি দৃষ্টিভঙ্গির ব্যাপারে আপনি আপনার পরিবারের কাছে কোন উদাহরণ স্থাপন করেন?

বিবেচনা করার জন্য বাইবেলের নীতি:

  • “অন্ন-বস্ত্রের সংস্থান পেলে আমরা তাতেই সন্তুষ্ট থাকব।”—১ তীমথিয় ৬:৮, ইজি-টু-রিড ভারশন।

  • “মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে।”—মথি ৪:৪.

উপসংহার: টাকাপয়সা এবং এটা দিয়ে যা কেনা যায়, তার চেয়েও জীবনে আরও অনেক কিছু রয়েছে। বাইবেল যেমন বলে: “উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না।” (লূক ১২:১৫) আসলে, জীবনে সবচেয়ে বেশি পরিতৃপ্তি তখনই পাওয়া যায়, যখন আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পেয়ে থাকি, যেমন:

  • কেন আমরা এখানে আছি?

  • ভবিষ্যতে কী রয়েছে?

  • কীভাবে আমি আমার আধ্যাত্মিক চাহিদাগুলো পূরণ করতে পারি?

এই পত্রিকার প্রকাশক, যিহোবার সাক্ষিরা আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সাহায্য করতে পেরে খুশি হবে। ▪ (g13-E 10)

^ অনু. 8 এই প্রবন্ধে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।