সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচ্ছদ বিষয় | আপনি কেন বেঁচে থাকবেন?

কারণ আপনার সামনে আশা রয়েছে

কারণ আপনার সামনে আশা রয়েছে

“মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে, এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে।”—গীতসংহিতা ৩৭:১১.

বাইবেল স্বীকার করে, আমাদের জীবন “উদ্বেগে পরিপূর্ণ।” (ইয়োব ১৪:১) বর্তমানে, প্রত্যেকেই কোনো-না-কোনো দুঃখজনক পরিস্থিতির শিকার হয়। কিন্তু, জীবন সম্পর্কে কারোর কারোর এতটাই বিতৃষ্ণা ধরে যায় যে, তারা ভবিষ্যৎ সম্বন্ধে কোনো আশার আলোই দেখতে পায় না। আপনারও কি এইরকমটা মনে হয়? যদি হয়, তবে আপনি নিশ্চিত থাকতে পারেন, বাইবেল প্রকৃত আশার আলো দেখায় আর তা শুধু আপনার জন্যই নয় বরং সম্পূর্ণ মানবজাতির জন্য। উদাহরণ স্বরূপ:

  • বাইবেল শিক্ষা দেয় যে, আমাদের জন্য যিহোবা ঈশ্বরের এক মহৎ উদ্দেশ্য ছিল।—আদিপুস্তক ১:২৮.

  • যিহোবা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে, তিনি আমাদের পৃথিবীকে এক পরমদেশে পরিণত করবেন।—যিশাইয় ৬৫:২১-২৫.

  • সেই প্রতিজ্ঞা অবশ্যই পরিপূর্ণ হবে। প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ বলে:

    “মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস; তিনি তাহাদের সহিত বাস করিবেন, এবং তাহারা তাঁহার প্রজা হইবে; এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন, ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।”

এই ধরনের আশা নিছকই এক কল্পনা নয়। যিহোবার উদ্দেশ্য হল এটাকে বাস্তবে রূপায়িত করা। আর সেটা করার ক্ষমতা ও ইচ্ছা তাঁর রয়েছে। বাইবেল এই সম্বন্ধে বিশ্বাসযোগ্য আশা দেয় আর সেইসঙ্গে “আপনি কেন বেঁচে থাকবেন?” এই প্রশ্নেরও জোরালো উত্তর দেয়। ▪ (g১৪-E ০৪)

মনে রাখুন: যদিও আপনার আবেগ হয়তো উত্তাল সমুদ্রের মধ্যে থাকা একটা নৌকার মতো উথালপাথাল হতে থাকে কিন্তু বাইবেলের আশার সংবাদ নোঙরের মতো কাজ করতে পারে, যা আপনাকে স্থির থাকতে সাহায্য করবে।

এখন আপনি যা করতে পারেন: বাইবেল ভবিষ্য সম্বন্ধে যে-আশা দেয়, তা অনুসন্ধান করতে শুরু করুন। যিহোবার সাক্ষিরা আপনাকে সাহায্য করতে পেরে খুশি হবে। আপনি হয়তো আপনার স্থানীয় এলাকায় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা jw.org নামক তাদের ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। *

^ অনু. 11 পরামর্শ: প্রকাশনাদি>অনলাইল লাইব্রেরি-র নীচে দেখুন। আরও সাহায্যের জন্য মূলশব্দগুলো যেমন “অবসাদ” অথবা “আত্মহত্যা” অনুসন্ধান করুন।