আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?

যিহোবার সাক্ষিদেরকে সারা বিশ্বে পাওয়া যায় আর তারা সমস্ত জাতি ও সাংস্কৃতিক পটভূমি থেকে এসেছে। কোন বিষয়টা বৈচিত্র্যপূর্ণ এই দলকে একত্রিত করেছে?

LESSON ১

যিহোবার সাক্ষিরা কী ধরনের লোক?

আপনি কত জন যিহোবার সাক্ষিকে জানেন? আমাদের সম্বন্ধে আপনি আসলে কী জানেন?

LESSON ২

কেন আমাদেরকে যিহোবার সাক্ষি বলা হয়?

কেন আমরা এই নাম গ্রহণ করেছিল, সেটার তিনটে কারণ বিবেচনা করুন।

LESSON ৩

কীভাবে বাইবেলের সত্য পুনরায় উন্মোচিত হয়েছিল?

কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল যা শিক্ষা দেয়, সেই সম্বন্ধে আমাদের সঠিক বোধগম্যতা রয়েছে?

LESSON ৪

কেন আমরা বাইবেলের অন্য একটা অনুবাদ প্রকাশ করেছি?

কোন বিষয়টা ঈশ্বরের বাক্যের এই অনুবাদকে অসাধারণ করে তুলেছে?

LESSON ৫

আমাদের খ্রিস্টীয় সভাগুলোতে আপনি কী দেখতে পাবেন?

আমরা শাস্ত্র অধ্যয়ন ও একে অন্যকে উৎসাহিত করার জন্য একত্রে মিলিত হই। আপনাকে সাদর অভ্যর্থনা জানানো হবে!

LESSON ৬

সহখ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করা কীভাবে আমাদের উপকৃত করে?

ঈশ্বরের বাক্য খ্রিস্টীয় সাহচর্যকে উৎসাহিত করে। এই ধরনের মেলামেশা থেকে আপনি কীভাবে উপকৃত হতে পারেন, তা জানুন।

LESSON ৭

আমাদের সভাগুলো কেমন?

আপনি কখনো ভেবে দেখেছেন যে, আমাদের সভাগুলোতে কী হয়? সেখানে বাইবেলের যে-শিক্ষা আপনি লাভ করবেন, সেটার গুণগতমান দেখে নিঃসন্দেহে আপনি প্রভাবিত হবে।

LESSON ৮

কেন আমরা আমাদের সভাগুলোতে পরিপাটী পোশাক পরে থাকি?

আমরা যা পরি, তা কি ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ? পোশাক-আশাক ও সাজগোজের ক্ষেত্রে বাইবেলের কোন নীতিগুলো আমাদের বাছাইগুলোকে প্রভাবিত করে, তা জানুন।

LESSON ৯

কীভাবে আমরা সভাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি?

আমাদের সভাগুলোর জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া আপনাকে সেগুলো থেকে পূর্ণ উপকার লাভ করতে সাহায্য করবে।

LESSON ১০

পারিবারিক উপাসনা কী?

এই ব্যবস্থা কীভাবে আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে এবং পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে সাহায্য করতে পারে, তা দেখুন।

LESSON ১১

কেন আমরা বড়ো সম্মেলনগুলোতে যোগদান করি?

প্রতি বছর, আমরা তিনটে বিশেষ উপলক্ষ্যে একসঙ্গে মিলিত হই। এই ধরনের সমাবেশ থেকে আপনি কীভাবে উপকৃত হতে পারেন?

LESSON ১২

কীভাবে আমাদের রাজ্যের প্রচার কাজকে সংগঠিত করা হয়?

পৃথিবীতে থাকাকালীন যিশু যে-উদাহরণ স্থাপন করেছিলেন, আমরা তা অনুসরণ করি। এইরকম প্রচারের পদ্ধতির মধ্যে কয়েকটা কী?

LESSON ১৩

অগ্রগামী বলতে কী বোঝায়?

কোনো কোনো সাক্ষি এক মাসে প্রচার কাজে ৩০, ৫০ অথবা এমনকী তার চেয়েও বেশি ঘণ্টা নিয়োজিত করে থাকে। তা করতে কোন বিষয়টা তাদের পরিচালিত করে?

LESSON ১৪

অগ্রগামীদের জন্য কোন কোন স্কুলের ব্যবস্থা রয়েছে?

একজন মিশনারি হওয়ার সঙ্গে কী জড়িত? কোন বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে?

LESSON ১৫

কীভাবে প্রাচীনরা মণ্ডলীতে সেবা করে?

প্রাচীনরা হল আধ্যাত্মিকভাবে পরিপক্ব ব্যক্তি, যারা মণ্ডলীতে নেতৃত্ব প্রদান করে। তারা কোন ধরনের সহযোগিতা করে থাকে?

LESSON ১৬

পরিচারক দাসদের ভূমিকা কী?

মণ্ডলীর কাজ যাতে স্বচ্ছন্দে সাধিত হয়, সেইজন্য পরিচারক দাসেরা সাহায্য করে থাকে। তাদের কাজ কীভাবে মণ্ডলীতে যোগ দেয় এমন সমস্ত ব্যক্তিকে সাহায্য করে, তা জানুন।

LESSON ১৭

কীভাবে ভ্রমণ অধ্যক্ষরা আমাদের সাহায্য করে?

কোন উদ্দেশ্যে ভ্রমণ অধ্যক্ষরা মণ্ডলীগুলো পরিদর্শন করে? কীভাবে আপনি তাদের পরিদর্শন থেকে উপকার লাভ করতে পারেন?

LESSON ১৮

কীভাবে আমরা আমাদের ভাইবোনদেরকে দুর্দশার সময়ে সাহায্য করে থাকি?

যখন বিপর্যয় ঘটে, তখন আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যবহারিক সাহায্য ও আধ্যাত্মিক সান্ত্বনা প্রদান করার জন্য দ্রুত ব্যবস্থা করে থাকি। কীভাবে?

LESSON ১৯

বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে?

যিশু প্রতিজ্ঞা করেছিলেন যে, সময়োপযোগী আধ্যাত্মিক খাদ্য বিতরণ করার জন্য তিনি এক দাসকে নিযুক্ত করবেন। কীভাবে তা করা হয়েছে?

LESSON ২০

আজকের দিনে কীভাবে পরিচালকগোষ্ঠী কাজ করে?

প্রথম শতাব্দীতে, প্রাচীন ব্যক্তি ও প্রেরিতদের একটা ছোটো দল খ্রিস্টীয় মণ্ডলীতে পরিচালকগোষ্ঠী হিসেবে সেবা করত। আজকের দিন সম্বন্ধে কী বলা যায়?

LESSON ২১

বেথেল কী?

বেথেল হচ্ছে এক অদ্বিতীয় স্থান, যেটার গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। কারা সেখানে সেবা করে, সেই বিষয়ে আরও জানুন।

LESSON ২২

শাখা অফিসে কী কাজ করা হয়?

পরিদর্শকরা আমাদের যেকোনো শাখা অফিসে সুশৃঙ্খলভাবে টুর করার জন্য আমন্ত্রিত। আমরা আপনাদের টুর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি!

LESSON ২৩

কীভাবে আমাদের সাহিত্যাদি লেখা ও অনুবাদ করা হয়?

আমরা ৬০০-রও বেশি ভাষায় সাহিত্যাদি তৈরি করে থাকি। কেন আমরা এইরকম প্রচেষ্টা করি?

LESSON ২৪

কীভাবে আমাদের বিশ্বব্যাপী কাজে অর্থসংস্থান করা হয়?

যখন অর্থসংস্থানের বিষয়আসে, তখন কোন বিষয়টা আমাদের সংগঠনকে অন্যান্য ধর্ম থেকে আলাদা করে?

LESSON ২৫

কিংডম হল—কেন ও কীভাবে এগুলোকে নির্মাণ করা হয়?

কেন আমাদের উপাসনার স্থানগুলোকে কিংডম হল বলা হয়? সাধারণভাবে নির্মিত এই স্থানগুলো কীভাবে আমাদের মণ্ডলীকে সাহায্য করে, তা জানুন।

LESSON ২৬

কীভাবে আমরা আমাদের কিংডম হল দেখাশোনা করায় সাহায্য করতে পারি?

পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভালো অবস্থা বজায় রাখা হয়েছে এমন এক কিংডম হল আমাদের ঈশ্বরের প্রশংসা নিয়ে আসে। স্থানীয় কিংডম হলগুলোর যত্ন নেওয়ার জন্য কোন ব্যবস্থাদি করা হয়ে থাকে?

LESSON ২৭

কীভাবে কিংডম হলের লাইব্রেরি আমাদেরকে উপকৃত করতে পারে?

বাইবেল সম্বন্ধে আপনার জ্ঞান বৃদ্ধি করার জন্য আপনি কি একটু গবেষণা করতে চান? আমাদের কিংডম হলের লাইব্রেরি দেখুন!

LESSON ২৮

আমাদের ওয়েবসাইটে কী পাওয়া যায়?

আপনি আমাদের এবং আমাদের বিশ্বাস সম্বন্ধে আরও জানতে পারেন ও সেইসঙ্গে বাইবেলের ওপর আপনার প্রশ্নের উত্তর জানতে পারেন।

আপনি কি যিহোবার ইচ্ছা পালন করবেন?

যিহোবা ঈশ্বর সত্যিই আপনাকে ভালোবাসেন। কীভাবে আপনি আপনার রোজকার জীবনে তাঁকে খুশি করার জন্য আপনার ইচ্ছাকে প্রতিফলিত করতে পারেন?