সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১০৬

প্রেম দেখাতে শেখা

প্রেম দেখাতে শেখা

(১ করিন্থীয় ১৩:১-৮)

  1. ১. যি-হো-বা প্রার্‌-থ-না এই আ-মার:

    গুণ যে-ন দে-খি-য়ে যাই তো-মার।

    এর ম-ধ্যে প্রেম নি-ল প্র-থম স্থান।

    তাই, সেই প্রেম দি-য়ে ভ-রাও মন-প্রাণ।

    বি-শ্বাস এ-মন গড়-তে পা-রি, যা

    স-রায় পর্‌-বত, ত-বু ভু-লি না:

    য-তই থা-কুক বু-দ্ধি, সা-হস, বল—

    প্রেম না থাক-লে কিন্‌-তু সব বি-ফল!

  2. ২. ক-খ-নো প্রেম রে-গে ও-ঠে না,

    আ-ঘা-তের হি-সাব যে রা-খে না।

    রাগ পু-ষে রা-খার জাল ছিঁ-ড়ে সব,

    তা সম্‌-ভব ক-রে, যা অ-সম্‌-ভব।

    প্রেম ধৈর্‌-য ধর-তে স-ত্যি শে-খায়,

    স-ম-স্যার স-মা-ধান ক-রে যায়।

    চাই প্রেম দিক সব-স-ময় প্রে-র-ণা—

    প্র-কৃ-ত প্রেম জা-নি শেষ হয় না।