সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১১৭

যিহোবাকে অনুকরণ করে ভালো কাজ করি

যিহোবাকে অনুকরণ করে ভালো কাজ করি

(২ বংশাবলি ৬:৪১)

  1. ১. হে যি-হো-বা, প্রে-মের ঈ-শ্বর,

    ঢে-লে দি-লে আ-শীর্‌-বাদ!

    তো-মার স-কল কা-জের ম-ধ্যে

    দে-খি তো-মার ম-ঙ্গল-ভাব।

    ক-ত দুঃ-খ দিই যে তো-মায়,

    ত-বু ক্ষ-মা ক-রে যাও।

    তো-মায় ছা-ড়া যাই আর কো-থায়? 

    তো-মার কা-ছে টে-নে নাও।

  2. ২. তো-মার লোক-রা বি-শ্ব-ব্যা-পী

    ক-রে চ-লে-ছে প্র-চার।

    আজ এ-ভা-বে তা-রা দে-খায়

    তো-মার ম-তই মঙ্‌-গল-ভাব।

    তো-মার বা-ক্যে উ-ত্তম শি-ক্ষা

    ব-হু হৃ-দয় কর-ছে জয়।

    দাও প-বি-ত্র শক্‌-তি, পি-তা,

    যে-ন তো-মার ম-তো হই।

  3. ৩. দাও যি-হো-বা তো-মার আ-শিস,

    স-কল ভাই ও বোন-কে আজ,

    স-বার প্র-তি আম-রা যে-ন

    ক-রি ভা-লো, প্রে-মের কাজ।

    তো-মার শক্‌-তি আর সা-হা-য্যে

    স-দা মঙ্‌-গল-ভাব দে-খাই,

    বন্‌-ধু-বান্‌-ধব, প-রি-বা-রে,

    অ-লি-গ-লি সব জায়-গায়।