সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৬১

চলো সব সাক্ষিরা

চলো সব সাক্ষিরা

(লূক ১৬:১৬)

  1. ১. দ্বি-গুণ উৎ-সা-হে এই শে-ষের স-ময় আজ

    যি-হো-বার সব সা-ক্ষি-রা কর-ছে প্র-চার কাজ।

    বি-রোধ আ-সে শয়-তা-নের য-দি,

    দে-বেন যাঃ তা-দের তাঁর আ-শিস আর শক্‌-তি।

    (কোরাস)

    তাই চ-লো, সব সা-ক্ষি-রা, দৃ-ঢ় ক-রি মন

    তা কর-লে, হন খু-শি যি-হো-বা সর্‌-ব-ক্ষণ।

    স-বাই-কে আজ ব-লো যে খু-শির দিন কা-ছে

    সাজ-বে পৃ-থি-বী ন-তুন এক সা-জে।

  2. ২. আম-রা চাই না এ-খন আ-রা-মের জ-গৎ।

    তাই নে-তা-দের কাউ-কে ক-রি না তো-ষা-মোদ।

    কর-ব না তো কো-নো-দিন আ-পোশ।

    থাক-তে চাই আম-রা যাঃ-য়ের চো-খে নির্‌-দোষ।

    (কোরাস)

    তাই চ-লো, সব সা-ক্ষি-রা, দৃ-ঢ় ক-রি মন

    তা কর-লে, হন খু-শি যি-হো-বা সর্‌-ব-ক্ষণ।

    স-বাই-কে আজ ব-লো যে খু-শির দিন কা-ছে

    সাজ-বে পৃ-থি-বী ন-তুন এক সা-জে।

  3. ৩. ঈ-শ্ব-রের রা-জ্য-কে দেয় না কেউ মূ-ল্য,

    যুগ যুগ ধ-রে যাঃ-য়ের নাম হ-য়ে-ছে তু-চ্ছ

    যাই ক-রে সেই নাম নিষ্‌-ক-লঙ্‌-ক

    যাঃ-য়ের নাম যা-তে জা-নে লোক অ-সং-খ্য।

    (কোরাস)

    তাই চ-লো, সব সা-ক্ষি-রা, দৃ-ঢ় ক-রি মন

    তা কর-লে, হন খু-শি যি-হো-বা সর্‌-ব-ক্ষণ।

    স-বাই-কে আজ ব-লো যে খু-শির দিন কা-ছে

    সাজ-বে পৃ-থি-বী ন-তুন এক সা-জে।

(আরও দেখুন যাত্রা. ৯:১৬; ফিলি. ১:৭; ২ তীম. ২:৩, ৪; যাকোব ১:২৭)