সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

উপসংহার

উপসংহার

যিহোবার লোকেদের সঙ্গে আপনি যে-সুন্দর সময়গুলো কাটিয়েছিলেন, সেগুলোর কথা কি আপনার কখনো মনে পড়ে, যেমন মণ্ডলীর কোনো উৎসাহজনক সভা, রোমাঞ্চকর কোনো সম্মেলন, পরিচর্যার কোনো আনন্দদায়ক অভিজ্ঞতা অথবা কোনো সহবিশ্বাসীর সঙ্গে এক মনোরম আলোচনা? আপনি যিহোবাকে ভুলে যাননি; আর যিহোবাও আপনাকে ভুলে যাননি। আপনার বিশ্বস্ত সেবার কথা মনে করে তিনি আনন্দ পান। আর আপনাকে তাঁর কাছে ফিরে আসতে সাহায্য করার জন্য তিনি উৎসুক।

যিহোবা বলেন, “আমি, আমিই আপন মেষগণের অন্বেষণ করিব, তাহাদিগকে খুঁজিয়া বাহির করিব। পালক আপন ছিন্নভিন্ন মেষগণের মধ্যে থাকিবার দিনে যেমন আপন পাল খুঁজিয়া বাহির করে, তেমনি আমি আপন মেষগণকে খুঁজিয়া বাহির করিব, এবং যে সকল স্থানে তাহারা . . . ছিন্নভিন্ন হইয়াছে, সেই সকল স্থান হইতে তাহাদিগকে উদ্ধার করিব।”—যিহিষ্কেল ৩৪:১১, ১২.