সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

প্রিয় সহবিশ্বাসী:

আপনি জানেন যে, বাইবেল হচ্ছে এমন একটা বই, যেখানে মূলত লোকেদের বিষয়ে বলা আছে। এদের মধ্যে অনেক বিশ্বাসী নারী ও পুরুষ রয়েছেন, যারা আমাদের মতো একই প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিলেন। তারা “আমাদের ন্যায় সুখদুঃখভোগী মনুষ্য” ছিলেন। (যাকোব ৫:১৭) কেউ কেউ বিভিন্ন সমস্যা এবং উদ্‌বিগ্নতার কারণে ভারগ্রস্ত ছিলেন। অন্যেরা পরিবারের সদস্য অথবা সহউপাসকদের কাছ থেকে প্রচণ্ড কষ্ট পেয়েছেন। আর অনেকে নিজেদের অতীতের ভুলের জন্য অপরাধবোধে ভুগেছেন।

এই পরিস্থিতিগুলোর কারণে কেউ কেউ যিহোবার কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন। কিন্তু, তারা কি পুরোপুরিভাবে তাঁকে ত্যাগ করেছিলেন? না। তাদের মধ্যে অনেকে গীতরচকের মতো ছিলেন, যিনি প্রার্থনা করেছিলেন: “আমি হারাণ মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছি; নিজ দাসের অন্বেষণ কর; কেননা আমি তোমার আজ্ঞাকলাপ ভুলিয়া যাই নাই।” (গীতসংহিতা ১১৯:১৭৬) আপনি কি গীতরচকের এই অনুভূতি বুঝতে পারছেন?

যিহোবা কখনোই তাঁর সেই উপাসকদের ভুলে যান না, যারা ভ্রান্ত হয়েছে বা তাঁর খোঁয়াড় থেকে দূরে সরে গিয়েছে। এর পরিবর্তে, তিনি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, বেশিরভাগ সময়ই যেটা তিনি সহবিশ্বাসীদের মাধ্যমে করে থাকেন। উদাহরণ স্বরূপ, যিহোবা তাঁর দাস ইয়োবকে কীভাবে সাহায্য করেছিলেন, তা বিবেচনা করুন। ইয়োব বেশ কয়েকটা দুঃখজনক পরিস্থিতি ভোগ করেছিলেন, যেগুলোর মধ্যে ছিল আর্থিক ক্ষতি, মৃত্যুতে প্রিয়জনদের হারানো এবং গুরুতর স্বাস্থ্যগত সমস্যা। এ ছাড়া, তাকে সেই ব্যক্তিদের আঘাতদায়ক কথাবার্তাও শুনতে হয়েছিল, যাদের কিনা তাকে সাহায্য করা উচিত ছিল। কিন্তু, তিনি কখনো যিহোবার কাছ থেকে দূরে সরে যাননি, যদিও তিনি কিছুসময়ের জন্য ভুল চিন্তা করেছিলেন। (ইয়োব ১:২২; ২:১০) কীভাবে যিহোবা ইয়োবকে তার চিন্তাভাবনা ঠিক করতে সাহায্য করেছিলেন?

একটা যে-উপায়ে যিহোবা ইয়োবকে সাহায্য করেছিলেন, সেটা হল ইলীহূ নামে একজন সহবিশ্বাসীর মাধ্যমে। ইয়োব যখন তার দুশ্চিন্তা প্রকাশ করেন, তখন ইলীহূ তা মন দিয়ে শোনেন এবং এরপর কথা বলতে শুরু করেন। তিনি কী বলবেন? তিনি কি ইয়োবকে দোষারোপ করবেন অথবা ইয়োবের অপরাধবোধ বা লজ্জার অনুভূতি ব্যবহার করে তাকে তার চিন্তাভাবনা ঠিক করতে অনুপ্রাণিত করবেন? ইলীহূ কি নিজেকে ইয়োবের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিলেন? কখনোই না! ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইলীহূ বলেন: “ঈশ্বরের কাছে আমিও আপনার মত; আমিও মৃত্তিকা হইতে গঠিত হইয়াছি।” এরপর তিনি ইয়োবকে এই আশ্বাস দেন: “আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করিবে না, আমার ভার আপনার দুর্ব্বহ হইবে না।” (ইয়োব ৩৩:৬, ৭) ইয়োবের বোঝা আরও বাড়ানোর পরিবর্তে, ইলীহূ প্রেমের সঙ্গে ইয়োবকে পরামর্শ ও উৎসাহ দেন, যেগুলো সেইসময় তার প্রয়োজন ছিল।

দয়া করে মনে রাখবেন, এইরকম মনোভাব নিয়েই আমরা এই ব্রোশার তৈরি করেছি। প্রথমে আমরা এমন বেশ কিছু ব্যক্তির পরিস্থিতি ও মন্তব্য মনোযোগের সঙ্গে বিবেচনা করেছি, যারা দূরে সরে গিয়েছিলেন। (হিতোপদেশ ১৮:১৩) এরপর, অতীতে ঈশ্বরের দাসেরা যখন একইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তখন যিহোবা তাদের কীভাবে সাহায্য করেছিলেন, তা আমরা শাস্ত্র থেকে পরীক্ষা করে দেখেছি। অবশেষে, আমরা সেইসমস্ত শাস্ত্রীয় বিবরণ ও আধুনিক দিনের অভিজ্ঞতা মিলিয়ে এই ব্রোশার তৈরি করেছি। আমরা আপনাকে এই ব্রোশার পরীক্ষা করে দেখার জন্য উৎসাহিত করছি। আপনার প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা রইল।

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী