সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ নং  ৩ ২০১৭ | স্বর্গদূত​—⁠তারা কি বাস্তব? কেন তা জানা গুরুত্বপূর্ণ

আপনি কী মনে করেন?

স্বর্গদূতেরা কি বাস্তব? বাইবেল জানায়:

“সদাপ্রভুর দূতগণ! তাঁহার ধন্যবাদ কর, তোমরা বলে বীর, তাঁহার বাক্য-সাধক, তাঁহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট।”​গীতসংহিতা ১০৩:২০.

প্রহরীদুর্গ  পত্রিকার এই সংখ্যায় তুলে ধরা হয়েছে, স্বর্গদূতদের সম্বন্ধে বাইবেল কী বলে এবং বর্তমানে কীভাবে তারা আমাদের জীবনের উপর প্রভাব ফেলতে পারে।

 

প্রচ্ছদবিষয়

স্বর্গদূতেরা কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারে?

সত্যিকারের অভিজ্ঞতা হয়তো অনেক ব্যক্তিকে এই বিশ্বাস করতে পরিচালিত করে যে, অতিপ্রাকৃতিক শক্তি আমাদের জীবনকে প্রভাবিত করে।

প্রচ্ছদবিষয়

স্বর্গদূতদের সম্বন্ধে কিছু সত্য বিষয়

বাইবেল ছাড়া আর কোথাও এই প্রশ্নগুলোর নির্ভরযোগ্য উত্তর পাওয়া যায় না।

প্রচ্ছদবিষয়

আপনার কি কোনো রক্ষক স্বর্গদূত রয়েছে?

আপনি কি এমনটা মনে করতে পারেন যে, এক বা একাধিক স্বর্গদূত আপনাকে সুরক্ষা প্রদান করবে?

প্রচ্ছদবিষয়

মন্দদূতেরা কি অস্তিত্বে রয়েছে?

বাইবেল স্পষ্ট উত্তর দেয়।

প্রচ্ছদবিষয়

স্বর্গদূতেরা যেভাবে আপনাকে সাহায্য করতে পারে

একাধিক ক্ষেত্রে ঈশ্বর মানুষের কাজের ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য আত্মিক প্রাণীদের প্রেরণ করেছেন।

আপনি কি জানতেন?

যিশু কি ন-যিহুদিদের অপমান করার জন্য “কুকুরশাবকদের” দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন?

বাইবেল জীবনকে পরিবর্তন করে

আমার কাছে ঈশ্বরের কোনো অস্তিত্ব ছিল না

কীভাবে একজন ব্যক্তি বাইবেলকে সম্মান করতে শেখেন, যিনি অল্পবয়সে নাস্তিকতা ও সাম্যবাদ এই দুটো মতাদর্শে বিশ্বাস করতেন?

তাদের বিশ্বাস অনুকরণ করুন

ঈশ্বর তাকে “রাণী” বলে সম্বোধন করেছিলেন

কেন এই নতুন নাম সারার জন্য উপযুক্ত ছিল?

বাইবেল কী বলে?

এমনটা মনে হয়, এই পৃথিবী যতদিন দুঃখকষ্ট ও অবিচারে পূর্ণ থাকবে, ততদিন পর্যন্ত প্রকৃত মনের শান্তি লাভ করা সম্ভব নয়। এই সমস্যাগুলোর কি কোনো সমাধান রয়েছে?

অনলাইনে তুলে ধরা আরও বিষয়বস্তু

কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকা কি জরুরি?

কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকা কি জরুরি?