সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচ্ছদ বিষয় | স্বর্গদূত​—⁠তারা কি বাস্তব? কেন তা জানা গুরুত্বপূর্ণ?

আপনার কি কোনো রক্ষক স্বর্গদূত রয়েছে?

আপনার কি কোনো রক্ষক স্বর্গদূত রয়েছে?

বাইবেল এই বিষয়ে শিক্ষা দেয় না যে, প্রত্যেক ব্যক্তির জন্য একজন রক্ষক স্বর্গদূত রয়েছে। এটা ঠিক, যিশু একবার বলেছিলেন: “দেখিও, এই ক্ষুদ্রগণের [খ্রিস্টের শিষ্যদের] মধ্যে একটীকেও তুচ্ছ করিও না; কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন।” (মথি ১৮:১০) আর তাই, প্রত্যেক ব্যক্তির জন্য একজন রক্ষক স্বর্গদূত রয়েছে এমনটা ইঙ্গিত দেওয়ার পরিবর্তে যিশু সাধারণভাবে বলছিলেন, স্বর্গদূতেরা তাঁর প্রত্যেক শিষ্যের প্রতি আগ্রহ দেখায়। সেইজন্য, ঈশ্বরের দূতেরা তাদের রক্ষা করবে এই মনে করে সত্য উপাসকরা তাদের জীবনে এমন কোনো ঝুঁকি নেয় না, যা মূর্খতাপূর্ণ ও অসতর্ক।

এর অর্থ কী এই, স্বর্গদূতেরা মানুষকে কোনো সাহায্য করে না? অবশ্যই করে। (গীতসংহিতা ৯১:১১) কেউ কেউ মনে-প্রাণে বিশ্বাস করে, ঈশ্বর স্বর্গদূতদের মাধ্যমে তাদের সুরক্ষা প্রদান করেছেন ও নির্দেশনা জুগিয়েছেন। শুরুর প্রবন্ধে উল্লেখিত কেনেথ ঠিক এমনটাই অনুভব করেছিলেন। তিনি হয়তো ঠিকই অনুভব করেছিলেন, যদিও আমরা নিশ্চিতভাবে তা বলতে পারি না। যিহোবার সাক্ষিরা তাদের প্রচার কাজে রত থাকার সময় বার বার এই স্বর্গদূতদের হস্তক্ষেপের প্রমাণ দেখতে পায়। কিন্তু, স্বর্গদূতেরা যেহেতু অদৃশ্য, তাই আমরা বলতে পারি না যে, প্রত্যেক ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য ঈশ্বর এই স্বর্গদূতদের কত দূর পর্যন্ত ব্যবহার করেন। যা-ই হোক না কেন, সর্বশক্তিমান ঈশ্বর যা-কিছু সমর্থন জোগাচ্ছেন, সেগুলোর জন্য তাঁকে ধন্যবাদ দেওয়া ভুল কিছু নয়।—কলসীয় ৩:১৫; যাকোব ১:১৭, ১৮.